ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও

ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও

ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও জানার জন্য রোধ সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।

[রোধ কাকে বলে, রোধের একক এবং রোধ সম্পর্কে যাবতীয় তথ্যাবলী জানার জন্য এখানে ক্লিক করুন।]

ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও

ওহমের সূত্র অনুসারে,

কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সমানুপাতিক।


ওহমের সূত্র | ওহমের সূত্র এর গাণিতিক রূপ


কোন পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য হলে এবং তার ভেতর দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা হলে ওহমের সূত্র অনুযায়ী,

V ∝ I

or, V = IR ..….(1)

এই R হল সমানুপাতিক ধ্রুবক। একে বলা হয় পরিবাহীর রোধ।

1 নং সমীকরণ থেকে পাওয়া যায়,

R = V / I

অর্থাৎ কোন পরিবাহীর দুই প্রান্তের বিবাহ পার্থক্য এবং তার ভেতরে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়।

রোধাঙ্ক কাকে বলে | রোধাঙ্কের একক | রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে

গাণিতিক উদাহরণ এবং সূত্রের প্রয়োগ:

ধরা যাক কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 5 Volt এবং ওই পরিবাহীর প্রবাহমাত্রা 1 Amp., ওই পরিবাহীর রোধ নির্ণয় কর?

আমরা জানি, R = V / I

এখানে, প্রদত্ত, V = 5 Volt এবং I = 1 Amp.

⇒ রোধ (R) = 5 Volt / 1 Amp

    = 5 Ohm

বিষয় সম্পর্কিত প্রশ্নোত্তর:

  • ওহমের সূত্র কত সালে আবিষ্কৃত হয় ?
১৮২৭ সালে ওহমের সূত্র আবিষ্কৃত হয় ।
  • ওহমের সূত্রের গাণিতিক রূপ লেখো।
ওহমের সূত্রের গাণিতিক রূপ V = IR

Post a Comment

0 Comments