রোধ কাকে বলে | রোধের সংজ্ঞা | রোধের একক | রোধের সূত্র

ভূমিকা:

কোন পরিবাহীর মধ্যে থেকে তড়িৎ প্রবাহিত হওয়ার সময় যে পরিমাণ তড়িৎ প্রবাহ হওয়ার কথা, পরীক্ষায় দেখা গেছে সেই পরিমাণ তড়িৎ প্রবাহ বাস্তবে পাওয়া যায় না।


অর্থাৎ পরিবাহীর মধ্যে এমন কিছু ধর্ম বর্তমান যার ফলে পরিবাহী তার মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়।

- পরিবাহীর এই ধর্মকেই বলা হয় রোধ বা Resistance.

রোধ কাকে বলে


রোধ কাকে বলে / রোধের সংজ্ঞা :

কোন পরিবাহী যে ধর্মের জন্য তার মধ্য দিয়ে তড়িৎপ্রবাহকে যেতে বাধা দেয় তাকে পরিবাহীর রোধ বা Resistance বলা হয়।


রোধের একক :

C.G.S. এবং S.I. উভয় পদ্ধতিতে রোধের একক ভিন্ন।

C.G.S. পদ্ধতিতে রোধের একক হল স্ট্যাটওহম (Stat-ohm)

S.I. পদ্ধতিতে রোধের একক হল ওহম (Ohm)


💡বিজ্ঞানী জর্জ ওহম (Georg Ohm) এর নাম অনুসারে রোধের এককের নাম দেওয়া হয়েছে।


রোধের সূত্র :

কোন পরিবাহীর রোধ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হল :

  1. পরিবাহীর দৈর্ঘ্য

  2. পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল


পরিবাহীর দৈর্ঘ্য:


প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং অন্যান্য ভৌত অবস্থা (যেমন তাপমাত্রা) অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতিক হয়।

গাণিতিক প্রকাশ :

কোন পরিবাহীর দৈর্ঘ্য L এবং রোধ R হলে,

R ∝ L (যখন A ধ্রুবক) ………(1)


পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল:


দৈর্ঘ্য এবং অন্যান্য ভৌত অবস্থা (যেমন তাপমাত্রা) অপরিবর্তিত থাকলে কোন পরিবাহীর রোধ তার প্রস্তুতের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক হয়।

গাণিতিক প্রকাশ :

কোন পরিবাহীর দৈর্ঘ্য L এবং রোধ R হলে,

R ∝ 1/A (যখন A ধ্রুবক) ………(2)


যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে 1 ও 2 নং সমীকরণ থেকে পাওয়া যায়,

R ∝ L/A

এটিই রোধের সূত্র


বিষয় সম্পর্কিত প্রশ্নোত্তর:

  • কোন পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
কোন পরিবাহীর রোধ মূলত তার দৈর্ঘ্য এবং প্রস্থছেদের ক্ষেত্রফল এর ওপর নির্ভর করে। এছাড়াও যেসব বিষয়ের উপর নির্ভরশীল সেগুলি হল - তাপমাত্রা, পরিবাহীর উপাদান।
  • পরিবাহীর রোধ তার দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে?
পরিবাহীর দৈর্ঘ্য বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক।
  • পরিবাহীর রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে?
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ হ্রাস পায়। অর্থাৎ পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক।

Post a Comment

0 Comments