About Us

About Us ( আমাদের সম্বন্ধে)

   নমস্কার, সকলকে স্বাগতম আমাদের ব্লগ Our Data Book এ। এই ব্লগে আমরা বিভিন্ন ধরনের শিক্ষণীয় বিষয় নিয়ে পোষ্ট করি। ভূগোল, বিজ্ঞান, ইতিহাস, অংক এবং আরো বিভিন্ন বিষয়ের পোস্ট আমাদের ব্লগে রয়েছে। আমরা আশা করি ভবিষ্যতে আরো নতুন নতুন বিষয়ের প্রশ্নোত্তর আমাদের এই ব্লগে দিতে পারব।
     এই ব্লগটি মূলত তাদের জন্য যারা বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে অথবা পড়ান।
    বাংলা মাধ্যম স্কুলে কিছু পড়ার বা পড়ানোর সময় কোন অসুবিধার সম্মুখীন হলে আমরা অনেকেই ইন্টারনেটে সেই জিনিস সম্পর্কে কিছু গবেষণা করি। বিষয়টি সম্পর্কে খোঁজার সময় এটা আমাদের চোখে পড়ে যে সংশ্লিষ্ট বিষয় উত্তরগুলি Google এ মূলত ইংরেজিতে পাওয়া যায়। আমরা অনেকেই তার সঠিক ইংরেজি প্রতিশব্দ না জানার কারণে প্রশ্ন করতে পারি না অথবা ইংরেজি প্রতিশব্দ জানলেও উত্তরের ভাষা সম্পূর্ণভাবে না বুঝতে পারার কারণে আমাদের কৌতুহল আমার মেটাতে পারি না। কিছু কিছু সময় বাংলাতে উত্তর পেলেও বেশিরভাগ উত্তরই যথাযথ এবং সঠিক হয় না। এই কারণেই মূলত এই ব্লগটি প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে খুব সহজ-সরল ভাষাতে জটিল জিনিস গুলো আলোচনা করা হয়েছে। যাতে আমরা Google এ বিষয়গুলি বাংলাতে সার্চ করলেই তার যথাযথ উত্তর পাই।
    চেষ্টা করা হয়েছে ব্লগটিকে যথাসম্ভব ত্রুটিমুক্ত করতে। তাও যদি অনিচ্ছাকৃত কিছু ভুল পোস্টে থেকে যায়, তার জন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এরকম কোন ভুল খুঁজে পেলে দর্শকদের অনুরোধ করা হচ্ছে আমাদের ব্লগের Contact Us page এ গিয়ে সেই পোস্ট এর নাম (URL) এবং কোথায় ভুল হয়েছে তা বলার জন্য, যাতে আমরা এদের ব্লগটিকে আরও নির্ভুল করতে পারি।
    অবশেষে ধন্যবাদ জানাই সকল দর্শকদের যা আমাদের ব্লগ এসেছেন এবং আমাদেরকে সমর্থন করেছেন।
        আর ধন্যবাদ জানাই - Pankaj Nautiyal কে এই ব্লগের পেছনে তাঁর অনস্বীকার্য অবদানের জন্য।Our Data Book (ourdatabook.blogspot.com) is a Bengali Educational website created with the mission to help students (mostly of Bengali medium & English medium) to find answers of  

Post a Comment

0 Comments