ওহমের সূত্র | ওহমের সূত্র এর গাণিতিক রূপ

জার্মান গুণিতজ্ঞ এবং পদার্থবিদ জর্জ ওহম পরিবাহীর প্রবাহমাত্রা এবং বিভব পার্থক্য এর মধ্যে একটি সম্পর্ক প্রতিষ্ঠা করেন। এই সম্পর্কটি ওহমের সূত্র নামে পরিচিত।

ওহমের সূত্র, ওহমের সূত্র এর গাণিতিক রূপ.

ওহমের সূত্র :

কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার সমানুপাতিক।

ধরি, কোনো পরিবাহী AB, যার দুই প্রান্তের বিভব পার্থক্য যথাক্রমে Vএবং VB (যেখানে, VA>VB)

এখন, ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা I হলে, ওহমের সূত্রানুসারে,

                (VA-VB I
                or, V  I [V = VA-VB]

                or, V = IR

এটিই ওহমের সূত্রের গাণিতিক রূপ।

ওহমের সূত্রের বিকল্প বিবৃতি -

কোনো পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক।

ধরি, কোনো পরিবাহী AB, যার দুই প্রান্তের বিভব পার্থক্য যথাক্রমে Vএবং VB (যেখানে, VA>VB)

এখন, ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রা I হলে, ওহমের সূত্রানুসারে,

                I  (VA-VB)

                or, I  V [V = VA-VB]

                or,  


                or, I / V = 1 / K
                or, V = IR     [যেখানে, R = 1 / K]

এটিই ওহমের সূত্রের গাণিতিক রূপ

ওহমের সূত্র এর গাণিতিক রূপ :

V = IR (বিভব পার্থক্য = তড়িৎ প্রবাহমাত্রা x পরিবাহীর রোধ)

Post a Comment

0 Comments