রোধাঙ্ক কাকে বলে | রোধাঙ্কের একক | রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে

রোধাঙ্ক কাকে বলে

রোধাঙ্ক ও সম্পর্কে জানার জন্য রোধ সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন।

[রোধ কাকে বলে, রোধের একক এবং রোধ সম্পর্কে যাবতীয় তথ্যাবলী জানার জন্য এখানে ক্লিক করুন।]


আমরা জানি যে রোধ হল প্রত্যেক পরিবাহীর একটি স্বকীয় ধর্ম। রোধ হল পরিবাহীর সেই ধর্ম যার জন্য কোন পরিবাহী তার অভ্যন্তরে তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়।


কিন্তু প্রত্যেক পরিবাহীর ক্ষেত্রে এই বাধা দেওয়ার ক্ষমতা সমান হয় না। অর্থাৎ প্রত্যেক পরিবাহীর এমন কিছু বৈশিষ্ট্য আছে যার জন্য তাদের রোধ সমান হয় না।


এই বৈশিষ্টই হল রোধাঙ্ক।

রোধাঙ্ক কাকে বলে

আমরা জানি যে পরিবাহীদের রোধ দুটি বিষয়ের উপর নির্ভর করে : [বিষদে জানতে এখানে ক্লিক করুন]

  • পরিবাহীর দৈর্ঘ্য

  • পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল


কোন পরিবাহীর দৈর্ঘ্য L এবং রোধ R হলে,

R ∝ L (যখন A ধ্রুবক) ………(1)


কোন পরিবাহীর দৈর্ঘ্য L এবং রোধ R হলে,

R ∝ 1/A (যখন A ধ্রুবক) ………(2)


যৌগিক ভেদের উপপাদ্যের সাহায্যে 1 ও 2 থেকে পাওয়া যায়,

R ∝ L/A

or, R = ( ρ x L ) / A

উক্ত সমীকরণে ρ হল একটি সমানুপাতিক ধ্রুবক। একে পরিবাহীর রোধাঙ্ক বলা হয়।

এখন, L = 1, A = 1 হলে, R = ρ হয়।


অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই তার রোধাঙ্ক বলা হয়।

আরও পড়ুনওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও

রোধাঙ্কের সংজ্ঞা :


একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোন পরিবাহীর রোধকেই তার রোধাঙ্ক বলা হয়।


রোধাঙ্কের বিকল্প সংজ্ঞা :


একক বাহু বিশিষ্ট কোন ঘনকের দুই প্রান্তের রোধের পার্থক্যকেই ওই ঘনকের রোধাঙ্ক বলে।


রোধাঙ্ক একটি মৌলিক রাশি। এটি পরিবাহীর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের এর ওপরে নির্ভর করে না। পরিবাহীর দৈর্ঘ্য বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রে যাই হোক না কেন তার রোধাঙ্ক সব জায়গাতে অপরিবর্তিত থাকবে।


রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভর করে -

রোধাঙ্ক যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হল -

১. উষ্ণতা

২. পরিবাহীর উপাদান, প্রভৃতি।

রোধাঙ্ক - এর একক -

S.I. পদ্ধতিতে রোধাঙ্কের একক হল - Ohm.m (ওহমxমিটার) C.G.S. পদ্ধতিতে রোধাঙ্কের একক হল - Ohm.cm (ওহমxসে.মি.)

Post a Comment

0 Comments