ভারতের একটি ম্যানগ্রোভ অরণ্য হল সুন্দরবন।
সুন্দরবন -
সুন্দরবন ভারতের সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে বৃহৎ ম্যানগ্রোভ অরণ্যাঞ্চল। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র সমভূমিতে ভারত ও বাংলাদেশ জুড়ে অবস্থিত। সুন্দরবন ইউনেসকো (UNESCO) World Heritage Site এর অন্তর্ভুক্ত। সুন্দরী নামক ম্যানগ্রোভ গাছ এর নাম অনুসরণে এই বনের নাম হয়েছে সুন্দরবন।
সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের জন্যও জগৎবিখ্যাত।
সুন্দরী গাছ ছাড়াও সুন্দরবনে যে ম্যানগ্রোভ গাছগুলি দেখা যায়, সেগুলি হল -
- গরাণ
- গেওয়া
- গোলপাতা
- হেতাল
- খাগড়া
- শন
ভিতরকণিকা -
ভিতরকণিকা ম্যানগ্রোভ বনাঞ্চল ভারতের ওড়িশা রাজ্যে ব্রাহ্মণী ও বৈতরণী নদীর মোহনাতে অবস্থিত। ভারতের সবথেকে বেশি নোনা জলের কুমির এখানেই বাস করে।
আরও পড়ুন - ওলেরি কালচার কি
গোদাবরী -
অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদী (দক্ষিণ ভারতের গঙ্গা) - এর মোহনায় সৃষ্ট ব-দ্বীপে গড়ে উঠেছে আরও একটি ম্যানগ্রোভ বনাঞ্চল। এর বিস্তৃতি প্রায় ৪০০ বর্গকিলোমিটার।
0 Comments