গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন ?

 আদর্শ নদীর উদাহরণ হিসেবে আমরা প্রায়শই গঙ্গা নদীর নাম উল্লেখ করে থাকি। এখন প্রশ্ন হল, হল -

গঙ্গা নদীকে কেন আদর্শ নদী বলা হয়?

 আজকের এই সংক্ষিপ্ত নিবন্ধে আমরা গঙ্গাকে কেন আদর্শ নদী বলা হয় সেই বিষয়ে আলোচনা করব এবং যুক্তি দ্বারা বোঝার চেষ্টা করব বিষয়টিকে।

গঙ্গা নদীকে আদর্শ নদী বলা হয় কেন

গঙ্গাকে কেন আদর্শ নদী বলা হয় সেই বিষয়ে জানতে গেলে আমাদেরকে জানতে হবে -

আদর্শ নদী কাকে বলে ?

আদর্শ নদী : নদীর তিনটি গতি, যথা -  উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এবং তিনটি প্রবাহ - পার্বত্য প্রবাহে মালভূমি প্রবাহ এবং সমভূমি প্রবাহ।  যে নদীতে নদীর এই তিনটি গতি এবং তিনটি প্রবাহই স্পষ্টভাবে দেখা ও বোঝা যায় তাকে আদর্শ নদী বলা হয়ে থাকে।

গঙ্গা কে আদর্শ নদী বলা হয় কেন ?

গঙ্গা নদীর গতিপথ বিশ্লেষণ করলে বোঝা যায় - প্রায় ২৫২৫ কিলোমিটার দীর্ঘ গঙ্গা নদী পর্বত, মালভূমি এবং সমভূমি এই ৩ টি ভূমিরূপের উপর দিয়ে প্রবাহিত হয়েছে এবং এজন্য গঙ্গা নদীর গতিপথে উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এই তিনটি গতি স্পষ্টভাবে বোঝা যায়। যেহেতু গঙ্গা নদীর ক্ষেত্রে তিন  ধরনের প্রবাহ স্পষ্টভাবে বোঝা যায়, তাই গঙ্গা কে আদর্শ নদী বলা হয়।

বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে | বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য

গঙ্গার তিন প্রকার গতির সংক্ষিপ্ত বর্ণনা:

১। উচ্চগতি:

গঙ্গা নদী হিমালয়ের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তি লাভের পর থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গা বেশ খরস্রোতা। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার এই প্রবাহকে উচ্চ প্রবাহ বা গঙ্গার উচ্চ গতি বলা হয়ে থাকে।

  • গঙ্গার উচ্চগতি প্রায় ২৮০ কিমি জুড়ে বিস্তৃত।

২। মধ্যগতি:

হরিদ্বার এর পর থেকে বিহারের রাজমহল পাহাড় অঞ্চল পর্যন্ত গঙ্গার মধ্য প্রবাহ বা মধ্যগতি।

  • গঙ্গার মধ্যগতির দৈর্ঘ্য প্রায় ১২০০ কিমি।

৩। নিম্নগতি:

বিহারের রাজমহল পাহাড় অঞ্চলের পর থেকে বঙ্গোপসাগরে মোহনা পর্যন্ত গঙ্গার সমভূমি প্রবাহ নিম্নগতি।

বিশেষ দ্রষ্টব্য: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান এর কাছে গঙ্গা দুটি ভাগে বিভক্ত হয়ে গেছে। মূল শাখাটি পূর্বে গিয়ে প্রবেশ করেছে বাংলাদেশ এবং নাম হয়েছে পদ্মা।

অপর শাখাটি মুর্শিদাবাদের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে ভাগীরথী নামে প্রবেশ করেছে।

গঙ্গার নিম্নগতি বলতে উভয়ই শাখাতেই বোঝানো হয়ে থাকে।

  • গঙ্গার নিম্নগতির দৈর্ঘ্য প্রায় ৫৫০ কিমি।

Frequently Asked Questions:

  • আদর্শ নদী কাকে বলে ?
উত্তর: যে নদীতে নদীর ৩ টি গতি - উচ্চগতি, মধ্যগতি ও নিম্নগতি এবং ৩  টি প্রবাহ উচ্চ প্রবাহ,মধ্য প্রবাহ ও নিম্ন প্রবাহ স্পষ্টভাবে বোঝা যায় তাকে আদর্শ নদী বলা হয় ।
  • গঙ্গা কে আদর্শ নদী বলা যায়?
উত্তর: হ্যাঁ, গঙ্গা কে আদর্শ নদী বলা যায়।
  • গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার ?
উত্তর: গঙ্গা নদীর দৈর্ঘ্য ২৫২৫ কিমি।
  • নদীর তিনটি প্রবাহ কি কি ?
উত্তর: নদীর তিনটি উচ্চ প্রবাহ (পার্বত্য প্রবাহ),মধ্য প্রবাহ (মালভূমি প্রবাহ), ও নিম্ন প্রবাহ (সমভূমি প্রবাহ)।

Post a Comment

0 Comments