আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন

আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন

    পৃথিবী প্রবল বেগে সূর্যের চারিদিকে যেমন ঘুরছে তেমনি নিজের অক্ষের চারদিকে প্রবল বেগে পাক খাচ্ছে। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবী প্রায় ১৬৭৪ কিলোমিটার প্রতি সেকেন্ড বেগে নিজের অক্ষের চারপাশে ঘোরে, অতএব বিষুব অঞ্চলে পৃথিবীর আবর্তন বেগ প্রায় ১৭০০ কিলোমিটার প্রতি সেকেন্ড।


    ভাবতে অবাক লাগে পৃথিবী এত দ্রুত বেগে ঘোরা সত্ত্বেও আমরা পৃথিবী থেকে ছিটকে যায় না, পৃথিবীর মধ্যেই ভূত্বকের উপর অবস্থান করি। আবার, পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরা সত্ত্বেও আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করতে পারি না। এর কারণ হল -


আমরা পৃথিবীর আবর্তন বেগ অনুভব করি না কেন


    পৃথিবী তার নিজ অক্ষের চারপাশে এক নির্দিষ্ট বেগে ঘোরে (প্রায় ১৭০০ কিমি / সেকেন্ড), কোন বস্তুর নির্দিষ্ট বেগে চলতে থাকলে আমরা তার বেগ কখনো অনুভব করতে পারবোনা। প্রকৃতপক্ষে, পৃথিবী  মাধ্যাকর্ষণ শক্তি আমরা পৃথিবীর সঙ্গে আটকে আছি, এজন্য পৃথিবী যে বেগে আবর্তন করছে, আমরাও পৃথিবীর সঙ্গে ঠিক সেই গতিতেই আবর্তিত হয়ে চলেছি।


    আবার পৃথিবীর চারিদিকে মহাশূন্য, তাই পৃথিবী আবর্তিত হলে আমরা মহাকাশে (সূর্য চন্দ্র এবং অন্যান্য জ্যোতিষ্ক ব্যতীত) অন্য কিছুকে আবর্তিত হতে দেখতে পাই না। এজন্য আমাদের মনে হয় যেন পৃথিবী  স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছে, কোনো আবর্তন করছে না।


    পৃথিবীর আবর্তন বেগ আমরা তখন বুঝতে পারব, যদি পৃথিবী হঠাৎ করে আবর্তন করা বন্ধ করে দেয়। চলন্ত গাড়ি খুব দ্রুত বেগে চলতে চলতে ব্রেক কষলে যে রকম অনুভূতি হবে, পৃথিবীর হঠাৎ করে থেমে সে রকম অনুভূতিই আমাদের হবে।


আরও পড়ুন - পশ্চিমবঙ্গের জলবায়ু কিভাবে মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয়


    পৃথিবীর আবর্তন বেগ আমরা যেন বুঝতে পারি না তা নিম্নলিখিত ঘটনা দ্বারা ব্যাখ্যা করা যায় -

গাড়ি একেই বেগে ক্রমাগত চলতে থাকলে আমরা গাড়ির জানলা দিয়ে  গাছপালা বিভিন্ন স্তম্ভ এবং পারিপার্শ্বিক বস্তুকে পেছনদিকে চলে যেতে দেখে ভাববো গাড়িটি চলছে, পারিপার্শ্বিক বস্তুকে আমরা যত দ্রুত পিছনে সরে যেতে দেখব, আমরা অনুমান করব গাড়িটি ততো দ্রুত চলছে। এখন, যদি গাড়ি জানলা  আটকানো থাকে বা জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখার সুযোগ না হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে আদৌ গাড়িটি চলছে কিনা। ঠিক এভাবে পৃথিবী ঘোরার সত্ত্বেও পৃথিবীর বাইরে স্থির এমন কোন বস্তু নেই যা দেখে আমরা বুঝতে পারি পৃথিবী আবর্তিত হচ্ছে। আমরা পৃথিবীর আবর্তন বুঝতে পারিনা।


    পৃথিবীর আবর্তন আমরা সরাসরি বুঝতে পারি না। কিন্তু প্রতিনিয়ত ঘটে যাওয়া সকল ঘটনার সাহায্যে পৃথিবীর আবর্তন সম্পর্কে আমরা ধারণা পাই - যেমন - পৃথিবীর আবর্তন গতির জন্য একটি নির্দিষ্ট সময় পরপর দিন হয় আবার রাত-ও হয়। পৃথিবীর আবর্তন গতি না থাকলে কখনোই দিন-রাত্রি পরিবর্তন হতো না এবং পৃথিবীর ওপর একটি নির্দিষ্ট স্থানে সর্বদাই দিন-রাত্রির যেকোনো একটি বিরাজ করত।

Post a Comment

0 Comments