মাধ্যমিক জীবনবিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর

প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো:

(i) উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায় - এটি কান্ডের – (a) হাইড্রোট্রপিক চলন, (b) ফোটোট্রপিক চলন, (c) ফোটোন্যাস্টিক চলন, (d) সিসমোন্যাস্টিক চলন।

উত্তর

(b) ফোটোট্রপিক চলন.

(ii) থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করে যে হরমোন, সেটি হল – (a) ACTH, (b) TSH, (c) GH, (d) ADH

উত্তর

(b) TSH

(iii) তুমি মাইটোসিস কোশ বিভাজনের একটি দশায় ক্রোমোজোমগুলিকে কোশের কেন্দ্র বরাবর নিরক্ষীয় তলে সাজানো দেখলে। দশাটি হল - (a) প্রোফেজ, (b) মেটাফেজ, (c) অ্যানাফেজ, (d) টেলোফেজ।

উত্তর

(b) মেটাফেজ

(iv) মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে সেটি হল – (a) গুরুমস্তিষ্ক, (b) থ্যালামাস, (c) লঘুমস্তিষ্ক, (d) হাইপোথ্যালামাস।

উত্তর

(c) লঘুমস্তিষ্ক

(v) কোশের প্রোটিন সংশ্লেষের সঙ্গে যুক্ত কোশ অঙ্গাণুটি হল – (a) রাইবোজোম, (b) সেন্ট্রোজোম, (c) মাইটোকনড্রিয়া, (d) মাইক্রোটিউবিউল।

উত্তর

(a) রাইবোজোম

(vi) মাছের মেরুদন্ডের দুই পাশে অবস্থিত 'V' আকৃতির পেশির নাম হল – (a) পেকটোরালিস মাইনর, (b) মায়োটোম, (c) পেকটোরালিস মেজর, (d) কোরাকোব্রাকিয়ালিস।

উত্তর

(b) মায়োটোম

(vii) কোশচক্রের যে দশায় DNA সংশ্লেষ ঘটে, সেই দশাটির নাম লেখো - (a) Go, (b) G1, (c) G2, (d) S

উত্তর

(d) S

(viii) প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম হল - (a) রেটিনা, (b) কনীনিকা, (c) কর্নিয়া, (d) কোরয়েড।.

উত্তর

(c) কর্নিয়া

Post a Comment

0 Comments