১.১. 'শুধু এটাই জানা ছিল না'-তপনের কী জানা ছিল না?
ক) লেখকদের যে দেখা যেতে পারে
খ) লেখকেরা যে তপনের বাবা, ছোটমামা বা মেজকাকুর মতো সাধারণ মানুষ
গ) এমনই সহজ মানুষই লিখতে পারে।
ঘ) সবকটিই।
উত্তর: ঘ) সবকটিই।
১.২. "আশ্চর্য নেহি হ্যায় বাবু সাহেব।" - 'বাবু-সাহেব'টি হলেন-
ক) সব্যসাচী মল্লিক
খ) অপূর্ব
গ) বড়বাবু
ঘ) তলওয়ারকর
উত্তর: ঘ) তলওয়ারকর।
১.৩. "ও মরিয়া হয়ে বলল"- 'ও' হল-
ক) অমৃত
খ) ইসাব
গ) কালিয়া
ঘ) হাসান।
উত্তর: ক) অমৃত
১.৪ 'আমাদের বাঁয়ে' -
ক) ধ্বস
খ) গিরিখাদ
গ) হিমানীর বাঁধ
ঘ) বোমারু।
উত্তর: খ) গিরিখাদ
১.৫. সাজিলা শূর ____ বৃক্ষমূলে (শূন্যস্থান পূরণ কর)
ক) শমী
খ) বট
গ) কদম্ব
ঘ) আম্র।
উত্তর: ক) শমী
১.৬. সৈয়দ আলাওল যে সময়কার কবি, তা হল -
ক) ঘোড়শ শতক
খ) সপ্তদশ শতক
গ) অষ্টাদশ শতক
ঘ) কোনটিই নয়।
উত্তর: খ) সপ্তদশ শতক
১.৭. বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল-
ক) ডজন খানেক
খ) হাফডজন
গ) ডজন দুয়েক
গ) তিন ডজন।
উত্তর: গ) ডজন দুয়েক
১.৮. ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসুকে কার বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল?
ক) রামমোহন মল্লিক
খ) ব্রহ্মমোহন মল্লিক
গ) ব্রজমোহন মল্লিক
ঘ) কেশবচন্দ্র নাগ।
উত্তর: খ) ব্রহ্মমোহন মল্লিক
0 Comments