ইমালসন কারক কাকে বলে

ইমালসন কাকে বলে?
তরুল কোলয়েডকে ইমালসন বলা হয়।
অর্থাৎ ইমালসন হল পদার্থের এমন এক ধরনের অবস্থা যেখানে একটি তরল অপর একটি অ-মিশ্রণীয় তরলের মধ্যে বিস্তৃত থেকে কোলয়ডীয় সিস্টেম গঠন করে।

ইমালসন কারক কাকে বলে?
ইমালসন প্রস্তুত করার সময় ইমালসনের মধ্যে এমন কিছু পদার্থ যোগ করা হয় যার ফলে ওই ইমালসন স্থায়িত্ব বৃদ্ধি পায়, একে বলে ইমালসন কারক।

ইমালসন হল দুটি তরল দিয়ে গঠিত এক ধরনের কোলয়ডীয় সিস্টেম। দুটি তরল দিয়ে গঠিত এই সিস্টেমের স্থায়িত্ব বৃদ্ধির জন্য যে তৃতীয় পদার্থ যোগ করা হয় তাকে ইমালসন কারক বলে।

উদাহরণ: কয়েকটি পরিচিত ইমালসন কারক হল সাবান ও ডিটারজেন্টের মিশ্রণ, জিলেটিন, অ্যালবুমিন ইত্যাদি।

Post a Comment

0 Comments