ভূমিকা:
মোট মোট প্রাকৃতিক মৌলের সংখ্যা ৯২ টি। এর সঙ্গে বিজ্ঞানীদের আবিষ্কার করা কৃত্রিম মৌল মিলিয়ে মোট মৌলের সংখ্যা আপাতত ১১৮ টি।
এই মৌল গুলিকে বা তাদের ভৌত ও রাসায়নিক ধর্ম গুলি কে পৃথক পৃথকভাবে মনে রাখা বেশ কষ্টসাধ্যকর। এজন্য এমন কিছু দরকার ছিল যার মাধ্যমে আমরা সহজেই এই মৌল গুলি এবং তার ধর্ম গুলি কে সহজেই ভাবে মনে রাখতে পারি।
মেন্ডেলিফ পূর্ববর্তী সময়ে পর্যায় সারণি:
প্রথমদিকে বিজ্ঞানী ডোবেরাইনার বা নিউল্যান্ডস মৌলগুলির ধর্মসমূহ কে শ্রেণীবদ্ধ ভাবে মনে রাখার কিছু সূত্র প্রবর্তন করলেও তা কেবল মাত্র বিশেষ কিছু মৌল গুলির ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। সকল মৌলের ক্ষেত্রে এই সূত্রগুলি প্রযোজ্য ছিল না।
আরও পড়ুন : শুদ্ধ বর্ণালি ও অশুদ্ধ বর্ণালি কাকে বলে
মেন্ডেলিফের পর্যায় সারণি:
অবশেষে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি মেন্ডেলিফ মৌল গুলিকে শ্রেণীবদ্ধ ভাবে সাজানোর জন্য আবিষ্কার করেন periodic table of elements বা মৌল সমূহের পর্যায় সারণি।
১৮৬৯ সালে মেন্ডেলিফ তার এই যুগান্তকারী আবিষ্কার মানুষের সামনে আনেন।
এই পর্যায় সারণির মাধ্যমে সম ধর্ম বিশিষ্ট মৌল গুলিকে তিনি শ্রেণীবদ্ধ ভাবে সাজাতে সক্ষম হন।
কেন মেন্ডেলিভকে পর্যায় সারণির জনক বলা হয় ?
মেন্ডেলিফের প্রকাশ করা এই পর্যায় সারণির বেশ কিছু ত্রুটি থাকলেও আধুনিক পর্যায় সারণি মেন্ডেলিফের পর্যায় সারণির হাত ধরেই তৈরি হয়েছিল।
কাকে আধুনিক পর্যায় সারণির জনক বলা হয়?
এই কারণে -
মেন্ডেলিফ কে আধুনিক পর্যায় সারণির জনক বলা হয়।
মেন্ডেলিফের পর্যায় সারণির বিশেষ বিশেষ বৈশিষ্ট্য:
- তিনি মৌল গুলিকে পর্যায় সারণিতে গ্রুপ (group) পর্যায় এবং রো (Row) তে বিন্যস্ত করেছিলেন।
- মেন্ডেলিফ মৌলসমূহের পারমাণবিক গুরুত্ব অনুসারে তার পর্যায় সারণিতে সেগুলোকে সাজিয়েছিলেন।
- মেন্ডেলিফ যখন তারা পর্যায় সারণি আবিষ্কার করেছেন তখন আজকের দিনের বহু মৌল আবিষ্কৃত হয়নি। এজন্য তিনি পর্যায় সারণিতে অনাবিষ্কৃত মৌল গুলির জন্য অনেককে ঘর ফাঁকা রেখেছিলেন।
0 Comments