করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা

করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা বাংলা

করোনা ভাইরাস অনুচ্ছেদ রচনা

মানব সভ্যতার ইতিহাসে মানুষ যতগুলি ভয়ঙ্কর প্রতিকূলতার সম্মুখীন হয়েছে তাদের মধ্যে অন্যতম করোনা ভাইরাস। করোনা ভাইরাস একটি মারাত্মক ছোঁয়াচে রোগ যা ‘SARS-COV-2’  নামক ভাইরাস থেকে ছড়ায়।  এর মারাত্মক সংক্রমণ ক্ষমতার জন্য  সাধারণ ফ্লু থেকে এটি বেশ আলাদা একটি রোগ। করোনাভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে সংক্রামিত হয়। চীন দেশের উহান প্রদেশের প্রথম করোনাভাইরাস এর খোঁজ পাওয়া যায়। কিছু সূত্র অনুযায়ী জানা যায়, এই করোনাভাইরাস বাদুড় থেকে মিউটেশন ঘটিয়ে মানুষের শরীরে প্রবেশ করেছে। এখনো পর্যন্ত, করোনাভাইরাস এর বেশ কয়েক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে। এইসব প্রজাতি গুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য কয়েকটি হল - Beta, Omicron, Alpha প্রভৃতি। পৃথিবীতে প্রথম করোনাভাইরাস এর সন্ধান মেলে ২০১৯ সালের ডিসেম্বর মাসে।  ভারতে মানুষের দেহে প্রথম করোনাভাইরাস এর সন্ধান পাওয়া যায় ২৭ শে জানুয়ারী ২০২০ সালে। সাধারণ সর্দি-কাশির মত করনা ভাইরাসের কিছু পরিচিত উপসর্গ রয়েছে। এগুলির মধ্যে সবথেকে পরিচিত একটি উপসর্গ হল - জ্বর, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি। করোনা ভাইরাস শরীরে ঢোকার পর এর উপসর্গ বহিঃপ্রকাশের জন্য মোটামুটি ১ সপ্তাহ সময় লাগে। করোনাভাইরাস সাধারণত আরোগ্যলাভ যোগ্য কিন্তু বয়স্ক মানুষ যাদের শরীরে অন্যান্য বিভিন্ন জটিল রোগ আছে, কোন কোন ক্ষেত্রে  করোনাভাইরাস তাদের কাছে প্রাণঘাতী হতে পারে। কোন ব্যক্তি করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হলে আরোগ্য লাভ করতে মোটামুটি ১৪ দিন সময় লাগে। করোনাভাইরাস যেহেতু সংক্রামক রোগ তাই কিছু নির্দিষ্ট পন্থা অবলম্বন করলে এই ভাইরাসের সংক্রমণ সংখ্যা কমানো যায়। বাইরে বেরোলে উপযুক্ত  ধরনের মাক্স পরা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা প্রভৃতি অভ্যাস করলে পালন করলে এই ভাইরাসের সংক্রমণ বহুলাংশে কমানো যায়। বিশ্বজুড়ে বিজ্ঞানীরা এই ভাইরাসের সংক্রমণ কমানোর জন্য বিভিন্ন ধরনের ভ্যাকসিন আবিষ্কার করেছেন। ভারতের কোভ্যাক্সিন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ড, ফাইজার ইত্যাদি ভ্যাকসিন ইতিমধ্যেই আবিষ্কার হয়ে গেছে এবং সাধারণ মানুষকেও এই ভ্যাকসিন গুলো দেওয়া হয়েছে যাতে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার কমানো যায়।

শিক্ষার্থীরা চাইলে নিচের লিংকগুলোতে গিয়ে করোনাভাইরাস এর ওপর ইংরেজি অনুচ্ছেদও পড়ে দেখতে পারে।

1. Paragraph On Covid-19 In 100 Words

এই অনুচ্ছেদের বিষয় : ‘করোনা ভাইরাস’, 'Paragraph On Coronavirus In Bengali'। করোনা ভাইরাস এর ওপর মোটামুটি ২৫০ শব্দে লেখা এই অনুচ্ছেদে এই রোগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের (যেমন : করোনা ভাইরাসের উৎস, সংক্রমণের পদ্ধতি, প্রজাতি প্রভৃতি) ব্যাখ্যা করা হয়েছে। এই অনুচ্ছেদ মূলত শিক্ষার্থীদের জন্য লেখা, বিশেষত যেই শিক্ষার্থীরা করোনাভাইরাস এর ওপর সংক্ষিপ্ত অনুচ্ছেদের সন্ধান করছে তাদেরকে উদ্দেশ্য করে লেখা এই অনুচ্ছেদটি, তাই করোনা ভাইরাস সম্পর্কে যথার্থ তথ্য অনুসন্ধান করার প্রচেষ্টা এই অনুচ্ছেদে ব্যর্থ হতে পারে। করোনা ভাইরাস সম্পর্কে আরো জানতে Wikipedia অথবা WHO এর ওয়েবসাইটে যাওয়ার অনুরোধ করা হচ্ছে।

Post a Comment

0 Comments