হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে
হিমালয় পর্বতমালা পৃথিবীর অন্যতম বিখ্যাত পর্বতমালা । আবার, ভারত পৃথিবীর দীর্ঘতম পর্বতমালাও হিমালয় পর্বতমালা।
ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের ক্ষেত্রেহিমালয় পর্বতমালার ভূমিকা অসীম।
ভারতীয় জলবায়ু নিয়ন্ত্রণের হিমালয় পর্বতমালার ভূমিকা নিম্নে আলোচনা করা হল -
১) শীত নিয়ন্ত্রণ :
শীতকালে এশিয়ার উত্তরাংশ রাশিয়া এবং তার সংরক্ষণ অঞ্চল থেকে অতি শীতল বায়ু দক্ষিনে চীন দেশ পেরিয়ে ভারতে আসার প্রচেষ্টা করে। কিন্তু হিমালয় পর্বতমালা দুর্লঙ্ঘ্য প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে এই হিম শীতল বায়ু কে ভারতীয় উপমহাদেশে ঢুকতে বাধা দেয়। ফলে ভারতে উপমহাদেশে অর্থাৎ ভারত-বাংলাদেশ এর মতো দেশে ঢুকতে পারে না এবং আমরা অর্থাৎ ভারতের / বাংলাদেশের বাসিন্দারা তীব্র শীতের হাত থেকে রক্ষা পাই। এভাবেই ভারতে ঢুকতে বাধা দিয়ে ভারতবর্ষে নিয়ন্ত্রণ করে।
২) বৃষ্টিপাত নিয়ন্ত্রণ এবং বৃষ্টিপাত সৃষ্টি :
হিমালয় পর্বতমালা ভারতবর্ষে বৃষ্টিপাত সৃষ্টি করে।
গ্রীষ্মকালে মাঝামাঝি সময় নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চল থেকে বায়ু ফেরেলের সূত্র অনুসারে দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে কর্কটক্রান্তি রেখার দিকে প্রবাহিত হয়, এই বায়ু নিরক্ষরেখা সংলগ্ন অঞ্চল থেকে ভারতে প্রবেশ করার সময় এর যাত্রাপথের সিংহভাগ অংশ জলের ( অর্থাৎ সমুদ্রের) উপর দিয়ে অতিক্রম করে। সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সময় এই বায়ু সমুদ্র থেকে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্প শোষণ করে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু উত্তরে হিমালয় পর্বতমালা বাধাপ্রাপ্ত হয় সমগ্র ভারতে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত ঘটায়।
ভারতবর্ষে যে ধরনের বৃষ্টিপাত হয় তার মধ্যে প্রধান হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, প্রধানত হিমালয় পর্বতমালা ভারতের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়।
যদি হিমালয় পর্বতমালা ভারতবর্ষের উত্তর না থাকত, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু কখনোই বাধাপ্রাপ্ত হয়ে ভারতে বৃষ্টিপাতে পারত না। এভাবেই হিমালয় পর্বতমালা ভারতের উত্তরে থেকে ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটায় ।
৩) হিমালয় পর্বতমালা এবং তৎসংলগ্ন স্থানে শীতলতা সৃষ্টি:
হিমালয় পর্বতমালা পৃথিবীর উচ্চতম পর্বতমালা। গড় উচ্চতার দিক থেকে হিমালয় পর্বতমালার প্রায় ছয় হাজার মিটার উঁচু। আমরা জানি ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অর্থাৎ ট্রপোস্ফিয়ারে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে, এজন্য স্বাভাবিকভাবে হিমালয় পর্বতমালা অবস্থিত হিমালয় পর্বতমালা এবং তার পাদদেশে অঞ্চলে সারাবছর বেশ কম থাকে, এমনকি কিছু কিছু স্থানে শীতকালে তুষারপাত হতেও দেখা যায়।
যেমন: আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিঙে মাঝে মাঝে শীতকালে তুষারপাত হয়।
৫) নদ নদী সৃষ্টি এবং তার দ্বারা জলবায়ু নিয়ন্ত্রণ:
উত্তর ভারতের অধিকাংশ নদীই হিমালয় পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে - গঙ্গা ব্রহ্মপুত্র সিন্ধু এদের মধ্যে অন্যতম। এই সমস্ত নদী দ্বারা সমগ্র ভারতে অতি বৃহৎ অঞ্চল সৃষ্টি হয়েছে এবং এই সমভূমি অঞ্চলের জলবায়ু অনেকাংশেই এই সব নদী দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রিত হয়। এভাবেই হিমালয় পর্বতমালা আমাদের ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে।
1 Comments
Thank you
ReplyDelete