দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক - ইতিহাস | Class 10 History Model Activity Task

মডেল অ্যাক্টিভিটি টাস্ক

ইতিহাস

(দশম শ্ৰেণী)

এই নিবন্ধে তোমরা পাবে -
  • দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক (ইতিহাস)
  • দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং উত্তর (ইতিহাস)
  • Class 10 Model Activity Task Answer (History)

১. 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মেলাও :

'' স্তম্ভ

'' স্তম্ভ

() রাধাকান্ত দেব

. জমিদার সভা

() তারকনাথ পালিত

. বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট

() লর্ড ক্যানিং

. ভাইসরয়

() নবগোপাল মিত্র

. চৈত্র মেলা

২. সত্য বা মিথ্যা নির্ণয় করো :

২.১) ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতের ভারতে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটেছিল।

উত্তর:- মিথ্যা

২.২ ) ভারত সভা গড়ে উঠেছিল দেশের জনগণকে বৃহত্তর রাজনৈতিক কর্মকাণ্ডে একজোট

করার জন্য।

উত্তর:- সত্য

২.৩) ভারতে ছাপা প্রথম বাংলা বই'এ গ্রামার অব দ্য বেল ল্যাঙ্গুয়েজ।

উত্তর:- মিথ্যা

২.৪) ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্টিত হয়।

উত্তর:- সত্য

For English Model Activity Task (Part 1) Click Here

For English Model Activity Task (Part 2) Click Here

৩. দুটি বা তিনটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও :

৩.১) মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়?

উত্তর : ঊনবিংশ শতাব্দীর বরেণ্য বাঙালি ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ছিলেন হাওড়া নিবাসী ডা. মহেন্দ্রলাল সরকার। তিনি ছিলেন বাঙালি চিকিৎসক, যিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে দ্বিতীয় MD স্নাতক হন। ঊনবিংশ শতাব্দীর ভারতের একজন সমাজ সংস্কারক, বিজ্ঞান সাধনায় অন্যতম পথপ্রদর্শক। ডা. সরকার উয়িলিয়াম মরগ্যানের 'দ্য থিওলজি অফ হোমিওপ্যাথি' গ্রন্থ এবং কলকাতায় হোমিওপ্যাথি চিকিৎসক ডা. রাজেন্দ্রলাল দত্ত মহাশয় দ্বারা প্রভাবিত হয়েছিলেন।

আইএসিএস (IACS) এর প্রতিষ্ঠা: ডা. সরকার বিজ্ঞানচর্চার উদ্দেশ্যে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স (IACS) প্রতিষ্ঠা (১৮৭৬ খ্রিস্টাব্দ)করেন।

সাম্মানিক ডিগ্রি লাভ: তিনি ১৮৯৮ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

ভারতীয় বিজ্ঞানচর্চার জনক : আধুনিক বিজ্ঞানচর্চার উন্নতি সাধনে তার ঐকান্তিক প্রচেষ্টার জন্য তাকে 'ভারতীয় বিজ্ঞানচর্চার জনক' বলা হয়।

৩.২) শিক্ষা বিস্তারে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা উল্লেখ করো।

উত্তর : ছাপাখানার বিকাশে শ্রীরামপুর মিশন প্রেস: উইলিয়াম ওয়ার্ড,উইলিয়াম কেরিসহ অন্যান্য ব্যাপটিস্ট মিশনারিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৮০০ খ্রিস্টাব্দে হুগলির শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়।

অবদান :

(১) এই প্রেস থেকে ভারতের একাধিক ভাষায় বাইবেল অনূদিত হয়ে প্রকাশিত হয়।

(২) বিবিধ ধর্মগ্রন্থ, ভারতীয় সাহিত্য, ব্যাকরণ, অভিধান, ইতিহাস, নীতিকথা প্রকাশিত হয়।

(৩) বিভিন্ন পাঠ্যপুস্তক প্রকাশিত হয়।

(৪) 'দিগদর্শন', 'সমাচার দর্পণ', 'বেঙ্গল গেজেট'-সহ বহু সংবাদপত্র প্রকাশিত হয়।

৪. সাত বা একটি বাক্যে উত্তর দাও :

রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাচিন্তায় কোন দিকটি শান্তিনিকেতন প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ফুটে উঠেছিল?

উত্তর :

ভূমিকা: রবীন্দ্রনাথের শিক্ষাভাবনার দুটি দিক হলো-তাত্ত্বিক ও ব্যবহারিক। তিনি তার শিক্ষাভাবনার তাত্ত্বিক দিকটি বোঝাতে প্রবন্ধ লিখেছেন, ভাষণ দিয়েছেন ও ব্যক্তিগত আলাপচারিতায় তা ব্যক্ত করেছেন। আর শিক্ষাভাবনাকে ব্যবহারিক করতে তিনি তৈরি করেছেন শাস্তিনিকেতন। শিশুশিল্প পল্লীশিক্ষা থেকে শিক্ষার সর্বোচ্চ পর্যায়কে বাস্তবায়িত করতে তিনি শ্রীভূমি শান্তিনিকেতনে বিপুল বিস্তৃত খোয়াই এর রুক্ষ প্রান্তরে মহাভাব নিয়ে স্বপ্নের বীজ বপন করেছিলেন।

শান্তিনিকেতন প্রতিষ্ঠা : বীরভূমের খোয়াই - এর রুক্ষ প্রান্তরে ভুবনডাঙার ২০ বিঘা জমির এক প্রান্তে দুটি ছাতিম গাছের তলায় ব্রাহ্ম উপাসনা আশ্রমরূপে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 'শান্তিনিকেতন আশ্রম' প্রতিষ্ঠা করেন। এখানে প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন বলেই মহর্ষি আশ্রম বাড়িটির নাম দেন 'শান্তিনিকেতন' অর্থাৎ 'শান্তিনীড়'। রবীন্দ্রনাথ ১২ বছর বয়সে পিতার সঙ্গে প্রথম শান্তিনিকেতনে এসেছিলেন। তারপর ক্রমশ রবীন্দ্রনাথের হাত ধরে বেড়ে উঠেছে আজকের শান্তিনিকেতন বিশ্বতীর্থ বিশ্বনিকেতন।

শান্তিনিকেতনের বিকাশ:

পাঠভবন: শান্তিনিকেতনের রূপকার রবীন্দ্রনাথ শান্তিনিকেতন আশ্রমে ১৯০১ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর সর্বপ্রথম ব্রহ্মচর্যাশ্রম বা পাঠভবন স্কুলটি তৈরি করেন। ব্রহ্মবান্ধব উপাধ্যায় তাকে এ কাজে বিশেষ সাহায্য করেন। ব্রহ্মবান্ধব ছাত্রদের জন্য নিয়ম করেন প্রত্যুষে স্নানের পর উপাসনা, তারপর সমবেত কণ্ঠে বেদমন্ত্র উচ্চারণ, তারপর আচার্যদের প্রণাম করে গেরুয়া আলখাল্লা পড়ে খালিপায়ে তাছাড়া গাছের তলায় পড়তে যেতে হবে। সাত্ত্বিক নিরামিষ আহার করতে হবে, কূপ থেকে জল তোলা ও রান্না ছাড়া প্রায় সব কাজ ছাত্রদের করতে হত।

কলাভবন : শান্তিনিকেতনের কলাভবনটি ১৯০৯ খ্রিস্টাব্দে তৈরি হয়। শিল্পী নন্দলাল বসু, অসিত হালদার, সুরেন্দ্রনাথ কর, বাঁকুড়া রামকিঙ্কর বেইজ-এর শিল্প ভাবনার অপূর্ব মাধুর্য পেয়েছে এই ভবনটি। 'আধুনিক ভারতীয় স্থাপ-al জনক' রামকিঙ্কর সম্পর্কে রবীন্দ্রনাথের মন্তব্য হলো - " রামকিঙ্কর ছিলেন সাধনার পথের পথিক, তাই এখানে এমন নিবিড়ভাবে ডুব সাগরে ডুব দিয়ে সারাটা জীবন কাটিয়ে গেছেন"। গান্ধীজীর ভাষায়, "Shantiniketan is India."

You Can Also Read : Process of Preparing Lemon Squash | Process Writing for Students (Important For Madhyamik)

শেষের কথা ঃ

এই নিবন্ধে আমরা দশম শ্রেণীর (ক্লাস টেন‌ এর) মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর নিয়ে আলোচনা করেছি। আমরা আশা রাখি, যে সমস্ত শিক্ষার্থীরা ইতিহাস বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর উত্তর খুঁজছে, তারা নিশ্চয়ই এই নিবন্ধ থেকে উপকৃত হবে।

Post a Comment

0 Comments