Fable Poem Meaning in Bengali | Line By Line With Bengali Substance

In this post, we are going to see the line by line Bengali meaning of the poem Fable. We have also provided the complete Bengali Substance of the poem for Madhyamik Students in this article.

Fable Poem Meaning in Bengali

Line By Line Bengali Meaning:

The mountain and the squirrel

পাহাড় এবং কাঠবেড়ালির

Had a quarrel:

মধ্যে একটা ঝগড়া হল

And the former called the latter 'Little Prig.'

এবং আগের জন পরের জনকে বলল ক্ষুদ্র নীতিবাগীশ

Bun replied,

কাঠবেড়ালিটি উত্তর দিল

'You are doubtless very big;

তুমি / আপনি নিঃসন্দেহে খুব বড়ো

But all sorts of things and weather

কিন্তু সব ধরণের জিনিস এবং আবহাওয়া

Must be taken in together,

একসঙ্গে নিতেই হবে / একসঙ্গে নিয়ে চলতে হবে

To make up a year

একটা বছর (তৈরি করতে)

And a sphere.

আর একটা গোলক (পৃথিবী অর্থে এখানে ব্যবহৃত) (তৈরি করতে)

And I think it no disgrace

এটা কোনো অসম্মানের (বিষয় / ব্যাপার) মনে করি না 

To occupy my place.

আমার জায়গাকে অধিকার করে থাকা(কে)

If I'm not so large as you,

আমি যদি তোমার মতো অত বড়ো না হই

You are not so small as I,

তুমিও আমার মতো অত ছোট নও

And not half so spry.

আর আমার অর্ধেক চঞ্চলপ্রবণ নও

I'll not deny you make

আমি  অস্বীকার করবনা তুমি বানাও 

A very pretty squirrel track;

একটা মিষ্টি / সুন্দর কাঠবেড়ালির পথ

Talents differ; all is well and wisely put;

প্রতিভা (সবার মধ্যে) আলাদা আলাদা হয়; সবকিছুই ভালো এবং (বেশ) বুদ্ধিমত্তার সঙ্গে রাখা আছে (ঠিক করা আছে)

If I cannot carry forests on my back,

(যদি) আমি আমার পিঠে বন / জঙ্গল বয়ে না নিয়ে যেতে পারি

Neither can you crack a nut.'

তুমিও একটা বাদাম ভাঙতে পারো না


সংক্ষেপে Fable কবিতাটির বিষয়বস্তু (বাংলাতে):

Fable কবিতাটি একটি পর্বত এবং একটি ক্ষুদ্র কাঠবিড়ালির মধ্যে কথোপকথন এর ভিত্তিতে গড়ে উঠেছে। একদা পাহাড় এবং কাঠবিড়ালির মধ্যে কোন কারনে ঝগড়া হয়। ঝগড়া চলাকালীন সময়ে পাহাড় কাঠবিড়ালি কে ক্ষুদ্র নীতিবাগীশ বলে ব্যঙ্গ করে। কিন্তু কাঠবিড়ালি টি প্রত্যুত্তরে তাকে বঙ্গ না করে বিজ্ঞের মত উত্তর দেয়। কাঠবিড়ালি টি পর্বত কে বলে সে নিঃসন্দেহে খুবই বড়, কিন্তু শুধুমাত্র তাকে নিয়েই পৃথিবী গড়ে উঠতে পারে না। সকল ধরনের জিনিস এবং আবহাওয়া একসঙ্গে নিয়ে একটা বছর এবং আমাদের পৃথিবী সম্পূর্ণ হয়।


কাঠবিড়ালি টি পর্বত কে বলে সে ছোট বলে পর্বত তাকে কখনোই ক্ষুদ্র নীতিবাগীশ বলে ব্যঙ্গ করতে পারে না। পর্বতের মত বৃহৎ আকার না হওয়া যদি কাঠবিড়ালি টির ব্যর্থতা (খারাপ দিক হয়), তবে কাঠবিড়ালির মত ছোট না হওয়াও পর্বতের ব্যর্থতা। এমনকি, পরবর্তী কাঠবেড়ালির মত বা তার অর্ধেকও চঞ্চল নয়।


কাঠবিড়ালি কখনোই অস্বীকার করে না যে পর্বত তারে যাতায়াতের জন্য একটা সুন্দর পথ তৈরি করে দেয়। কাঠবিড়ালি এটা জানে, সকলের প্রতিভা সমান হয় না - সকলের মধ্যেই আলাদা আলাদা প্রতিভা বর্তমান।


সর্বশক্তিমান ইশ্বর অসীম বুদ্ধিমত্তার সঙ্গে সব কিছুকেই সুনির্দিষ্ট অবস্থানে স্থাপন করেছেন। এটা ঠিক যে কাঠবিড়ালি তার পিঠে বিশাল জঙ্গলকে বহন করতে পারে না ; আবার এটাও ঠিক যে পর্বত একটা সামান্য (ক্ষুদ্র) বাদাম ও ভাঙতে পারে না - যেটা কাঠবিড়ালি পারে।

Read Also : Process of Preparing Lemon Squash | Process Writing for Students

Post a Comment

0 Comments