বর্তমানে, যেকোনো মুহূর্তে নিজেদের সঠিক অবস্থান দেখার জন্য আমরা ব্যবহার করি গুগল ম্যাপস (Google Maps)। কিন্তু যদি প্রশ্ন করা হয়, গুগল ম্যাপস কিভাবে সব সময় আমাদেরকে সঠিক অবস্থান দেখায়?
উত্তরটা হল, Google Maps এ ব্যবহার করা হয়ে থাকে GPS নামক এক অত্যাধুনিক ব্যবস্থা, যার সাহায্যে আমরা ইন্টারনেট কে ব্যবহার করে আমাদের সঠিক অবস্থান জানতে পারি।
জিপিএস (GPS) এখন এতটাই উন্নত যে মাটিতে পড়ে থাকা একটা পেন্সিল এর অবস্থান এখন সঠিকভাবে নির্ণয় করা যায়। পেন্সিলটি কয়েক সেন্টিমিটার দূরে নিয়ে গেলেও তা জিপিএস এর সাহায্যে আমরা বুঝতে পারি।
Photo by henry perks on Unsplash |
GPS এর পুরো নাম কি?
জিপিএস / GPS এর পুরো নাম হল গ্লোবাল পজিশনিং সিস্টেম (Global Positioning System)
জিপিএস / GPS কি কাজে ব্যবহার করা হয়?
পৃথিবীতে কোন জিনিসের অবস্থান নির্ণয় করার জন্য জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম ব্যবহার করা হয়।
জিপিএস / GPS কিভাবে কাজ করে?
জিপিএস কিভাবে কাজ করে তা খুব সহজে এবং সহজ ভাষায় নিচে ব্যাখ্যা করা হল :
জিপিএস / GPS ব্যবস্থায় ব্যবহার করা হয় মূলত কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কে। এই স্যাটেলাইট গুলি পৃথিবীর বায়ুমণ্ডলের সবথেকে উঁচু স্তরে (এক্সোস্ফিয়ার এ) বিভিন্ন উচ্চতায় নির্দিষ্ট স্থানে অবস্থান করে।
স্যাটেলাইট গুলি পৃথিবীতে ভূপৃষ্ঠের কাছাকাছি থাকা যন্ত্রগুলোতে রেডিও সিগন্যাল পাঠায়, যার গতিবেগ আলোর গতিবেগ এর সমতুল্য।
যেসব যন্ত্র স্যাটেলাইট থেকে রেডিও সিগন্যাল গ্রহণ করে সেগুলি সিগন্যাল যে সময়ে গ্রহণ করে তার সময় লিপিবদ্ধ করে রাখে। তৎক্ষণাৎ, স্যাটেলাইট থেকে গ্রাহক যন্ত্রে সিগন্যাল আসতে কতক্ষণ সময় লাগলো তা হিসাব করা হয়। এই হিসাবের দ্বারা বোঝা যায় গ্রাহক যন্ত্র কোন জায়গায় অবস্থান করছে তা। প্রত্যেকবার একটি নির্দিষ্ট অবস্থান জানার জন্য ব্যবহার করা হয় ৩ টি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট কে।
জিপিএস ব্যবস্থা কবে চালু হয় ? / সর্বপ্রথম জিপিএস কবে ব্যবহার করা হয়?
জিপিএস ব্যবস্থা তৈরীর প্রথম উদ্যোগ নেওয়া হয় ১৯৭৩ খ্রিস্টাব্দে। ১৯৭৮ খ্রিস্টাব্দে তৈরি কাজ সম্পন্ন হয় এবং ১৯৭৮ খ্রিস্টাব্দে প্রথম জিপিএস ব্যবস্থা চালু করা হয়। আধুনিক / ব্যাপক অর্থে জিপিএস ব্যবস্থা চালু হয় ১৯৯৩ খ্রিস্টাব্দে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্রথম জিপিএস ব্যবস্থা চালু করে।
জিপিএস এর সাহায্যে কি কি জানা যায়?
জিপিএস এর সাহায্যে যেকোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা এবং উচ্চতা মাপা যায়। জিপিএস এর সাহায্যে যে উচ্চতা মাপা হয় তা সবসময় সমুদ্রপৃষ্ঠ বা জিওড তল থেকে মাপা হয়।
কোনো স্থানের অবস্থান নির্ণয় এর জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকম ব্যবস্থা চালু করেছে। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো জিপিএস।
অবস্থান নির্ণয়ের জন্য ভারত-নির্মিত প্রযুক্তিটি হল NavIC, রাশিয়া নির্মিত প্রযুক্তিটি হলো GLONASS এবং চীন নির্মিত প্রযুক্তিটি হল BeiDou।
গুরুত্বপূর্ণ তথ্য : আধুনিক অনেক মোবাইল ফোনে জিপিএস এর পরিবর্তে NavIC ব্যবহার করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য : জিপিএস / GPS শুধুমাত্র আমাদের মোবাইলে কাজ করে এমনটা নয়। মোবাইল ছাড়াও অত্যাধুনিক গাড়িতে অবস্থান এবং কোন জায়গায় যাওয়ার নির্দেশনা পাওয়ার জন্য জিপিএস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন কাজে জিপিএস ব্যবহার করা হয়।
জিপিএস / GPS এর ব্যবহার সম্পর্কে জানার জন্য নিচের পোস্টটি অবশ্যই দেখুন -
0 Comments