বংশগতি সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ | Madhyamik Life Science

বংশগতি সংকরায়ন পরীক্ষায় মেন্ডেলের সাফল্যের কারণ

Mendel's Experiment With Pea Plants In Bengali of Madhyamik

    বংশগতির তত্ত্বের জনক গ্রেগর জোহান মেন্ডেল ১৮৬৬ খ্রিস্টাব্দে বংশগতির বিভিন্ন বিষয়ের উপর পরীক্ষা করে বিভিন্ন মৌলিক সূত্র আবিষ্কার করেছিলেন। বংশগতি সংক্রান্ত তার এই সূত্র গুলি মেন্ডেলবাদ নামে পরিচিত।

বংশগতি সম্পর্কিত পরীক্ষার সময় মেন্ডেল এমন কিছু বিষয় লক্ষ্য রেখে ছিলেন যার জন্য তিনি এই পরীক্ষায় সাফল্য পেয়েছিলেন।

মেন্ডেল সংকরায়ন পরীক্ষায় কেন সাফল্য পেয়েছিলেন - এই বিষয় নিয়ে এই পোস্টে আলোচনা করা হবে।

  • মেন্ডেল তার পরীক্ষার জন্য শুধুমাত্র বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মিষ্টি মটর গাছ নির্বাচন করেছিলেন। গাছগুলি বিশুদ্ধ বৈশিষ্ট্যযুক্ত স্ব-প্রজননক্ষম হওয়ায় মেন্ডেল সহজেই গাছগুলিতে সংকরায়ন পরীক্ষা করতে সক্ষম হয়েছিলেন।

  • মেন্ডেল সংকরায়ণ পরীক্ষাতে মটর গাছের একাধিক বৈশিষ্ট্য কেবল মাত্র একজোড়া কিংবা দুইজোড়া বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য অগ্রসর হয়েছিলেন বলে পরীক্ষাগুলি সহজে সম্পন্ন হয়েছিল।

  • মেন্ডেল তাঁর পরীক্ষালব্ধ ফল কে অন্ততপক্ষে তিনটি বংশানুক্রম পর্যন্ত পর্যালোচনা করে তারপরে লিপিবদ্ধ করেছিলেন, ফলে সব ক্ষেত্রে অনুপাত এর ভিত্তিতে সূত্র নির্ধারণ করা সহজ হয়েছিল।

  • মেন্ডেল তাঁর পরীক্ষার সময় অধিক সংখ্যক বিশ্লেষণ করেছেন এবং সংকরায়ন পদ্ধতিতে সৃষ্ট অপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে তাঁর মতবাদ প্রতিষ্ঠা করেছিলেন। এজন্য তিনি সাফল্য লাভ করেছিলেন।

  • মেন্ডেল সংকরায়ণ পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করেছিল। মটর গাছে বিভিন্ন বিপরীত ধর্মী বৈশিষ্ট্য বর্তমান। মেন্ডেল এই সুবাদে সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন।

  • মেন্ডেল দক্ষ উদ্ভিদ প্রজননবিদ ছিলেন বলে নির্ভুল ও তার সঙ্গে সংকরায়ণ পরীক্ষাগুলি করতে পেরেছিলেন।

  • আবার, তিনি গণিতশাস্ত্রে পারদর্শী হওয়ায় সংকরায়ন পরীক্ষার ফলে সৃষ্ট বহুসংখ্যক তথ্যগুলি নির্ভুলভাবে গবেষণা এবং গণনা করতে পেরেছিলেন।

  • মেন্ডেল নির্বাচিত মটর গাছের বৈশিষ্ট্য গুলি বহুজিন দ্বারা নির্বাচিত নির্বাচিত ছিল না। ফলে তো তিনি সব পরীক্ষাতেই একই রকম ফলাফল পেয়েছিলেন।

এই সকল কারণেই, মেন্ডেল সংকরায়ণ পরীক্ষাতে সাফল্য পেয়েছিলেন

Post a Comment

0 Comments