আমরা সকলে জানি আকাশের রং নীল।
কিন্তু আকাশ নীল দেখতে লাগলেও মহাকাশের রঙ কিন্তু প্রকৃতপক্ষে নীল নয়।
অনেকেই হয়তো জানো যে মহাকাশের রং প্রকৃতপক্ষে কালো, কুচকুচে কালো।
তাও কেন আমার পৃথিবী থেকে মহাকাশ কে নীল দেখি?
এই নিয়েই আজকের এই পোস্টে আমাদের আলোচনা:
আজকের আলোচ্য বিষয়:
আকাশের রং নীল দেখায় কেন?
আমরা জানি, সূর্যের আলো প্রকৃতপক্ষে বিশুদ্ধ আলো নয়, অর্থাৎ সূর্যের আলো একবর্ণী (এক বর্ণবিশিষ্ট) আলো নয়। অর্থাৎ সূর্যের আলোর মধ্যে বিভিন্ন বর্ণের আলো এক সঙ্গে মিশে থাকে।
সূর্য থেকে সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডল পর্যন্ত বাধাহীনভাবে আসলেও পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করামাত্র তা বিভিন্ন বাধার সম্মুখীন হয়।
বায়ুমন্ডলে থাকা বিভিন্ন ধূলিকণা, গ্যাসের অণু সূর্যের আলোর বিক্ষেপণ ঘটায়। সূর্যালোকে উপস্থিত দৃশ্যমান আলোর (বেগুনি নীল আকাশে সবুজ হলুদ কমলা লাল) মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি এবং বেগুনি ও নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম।
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হওয়া এই বিক্ষেপণ কম হয় কিন্তু নীল বেগুনী আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় এর বিক্ষেপণ বেশি হয়। ফলে বেগুনি এবং নীল বিক্ষেপণ এর কারণে চারিদিকে ছড়িয়ে পড়ে। মানব চক্ষু বেগুনি অপেক্ষা নীল আলোর প্রতি বেশি সংবেদনশীল হওয়ায় আমরা আকাশকে নীল দেখি।
বিজ্ঞানের ভাষায় এই ঘটনাকে র্যালের বিক্ষেপণ বলা হয়।
1 Comments
Thank you
ReplyDelete