গ্রিনহাউস প্রভাব কী ? What is Greenhouse Effect in Bengali

What is Greenhouse Effect? (In Bengali)

গ্রিনহাউস প্রভাব

গ্রিনহাউস প্রভাব কী ? বা, গ্রিনহাউস এফেক্ট কী ?

                ভৌগলিক ব্যখ্যা                
    উত্তর : শীতপ্রধান দেশে শাকসবজি চাষ করার জন্য একধরণের কাচ নির্মিত ঘর ব্যবহৃত হয়। এই ঘরের ভিতরে ক্ষুদ্র তাপতরঙ্গরূপে সূর্যের আলো এলেও দীর্ঘ তাপতরঙ্গ রূপে তা ঘরের বাইরে বেরোনোর সময় কাচের দেওয়ালে বাধা পেয়ে আর বেরোতে পারে না । ফলে কাচের ঘরের উষ্ণতা বৃদ্ধি পায় ও শাকসবজি চাষের মতো উষ্ণতা তৈরি হয় । এইকাচের ঘরে সবুজ শাকসবজি চাষ করা হয় বলে একে গ্রিনহাউস বা সবুজ ঘর বলে ।
    সেইরকমই, দিনেরবেলায় সূর্য থেকে ক্ষুদ্র তাপতরঙ্গরূপে যে তাপ পৃথিবীতে এসে পৃথিবীকে উত্তপ্ত করে, রাতে সেই তাপ দীর্ঘ তরঙ্গরূপে ফিরে যায় । কিন্তু বাতাসে থাকা এরোসল ও বিভিন্ন গ্যাস যেমন – জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন প্রভৃতি ঠিক কাচের ঘরের কাচের দেওয়ালের মতো একটি অদৃশ্য স্তর সৃষ্টি করে সেই প্রতিফলিত তরঙ্গের তাপ শুষে নিয়ে তাপকে মহাশূন্যে যেতে বাধা দেয় । ফলে, বায়ুমন্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই যাচ্ছে, একেই গ্রিনহাউস প্রভাব বলে ।

                বৈজ্ঞানিক ব্যখ্যা                
    উত্তর : সূর্যরশ্মিতে উপস্থিত থাকে অবলোহিত (ইনফ্রারেড) নামক এক রশ্মি যা পৃথিবীতে তাপের অনুভূতি সৃষ্টি করে । সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ার জন্য বায়ুমন্ডলে উপস্থিত বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণুরা একে শোষণ করতে পারে না । ফলে এই রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে এসে আপতিত হয় এবং ভূপৃষ্ঠের ও সংলগ্ন বায়ুমন্ডলকে উত্তপ্ত করে । ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড রশ্মি দীর্ঘ তরঙ্গবিশিষ্ট হোওয়ায় বায়ুমন্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় পদার্থ (Co2 , CH4 , N2O, CFC , জলীয় বাষ্প) এই রশ্মির বিভিন্ন অংশকে শোষণ করে এবং বাকি অংশকে পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ এবং তার সংলগ্ন বায়ুমন্ডলকে উত্তপ্ত রাখে । একে গ্রিনহাউস প্রভাব কী বা গ্রিনহাউস এফেক্ট বলে ।

Post a Comment

0 Comments