অ্যামাইটোসিস কোশ বিভাজন এর সংজ্ঞা, পদ্ধতি এবং বৈশিষ্ট্য

অ্যামাইটোসিস কোশ বিভাজন

অ্যামাইটোসিস কোশ বিভাজন এর সংজ্ঞা :

    যে সরলতম কোশ বিভাজন প্রক্রিয়ায় কোন জনিতৃ কোশ নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটিয়ে, ক্রোমোজোম ও বেমতন্তু না গঠন করে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম এর সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোশ সৃষ্টি করে তাকে অ্যামাইটোসিস কোশ বিভাজন বলে।

অ্যামাইটোসিস কোশ বিভাজন সংঘটিত হওয়ার স্থান:

    অ্যামাইটোসিস কোশ বিভাজন মূলত নিম্নশ্রেণির জীবদেহে দেখা যায়। যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোশী জীবদেহে অ্যামাইটোসিস কোশ বিভাজন দেখা যায়।

অ্যামাইটোসিস কোশ বিভাজনের পদ্ধতির :


১) প্রথমে মাতৃ নিউক্লিয়াসটি লম্বাটে ও ডাম্বেল আকৃতি ধারণ করে।

২) এরপর নিউক্লিয়াসটি ক্লিভেজ বা ফায়ারিং পদ্ধতির মাধ্যমে মাঝখানে সংকুচিত হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে।

৩) নিউক্লিয়াস বিভাজন এর সঙ্গে সঙ্গে কোশ পর্দা ও সাইটোপ্লাজমীয় অংশ মাঝ বরাবর বিভাজিত হয় এবং নিউক্লিয়াসকে ঘিরে দুটি অপত্য কোশ সৃষ্টি করে।
আমাইটোসিস কোশ বিভাজনের পর্যায় এর চিত্র
আমাইটোসিস কোশ বিভাজনের বিভিন্ন পর্যায়
Image Source : File:Amitosis .png - Wikimedia Commons


অ্যামাইটোসিস কোশ বিভাজন এর বৈশিষ্ট্য:

অ্যামাইটোসিস কোশ বিভাজনে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কোন ধারাবাহিক পর্যায়ে ছাড়াই সরাসরি বিভাজিত হয় বলে অ্যামাইটোসিস কে প্রত্যক্ষ কোশ বিভাজন বলে।


Post a Comment

0 Comments