BOD (বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড)‌ কাকে বলে?

আজকের এই পোষ্টটিতে আমরা জানব -

BOD কাকে বলে ?

বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড কাকে বলে ?

জৈবনিক অক্সিজেন চাহিদা  কাকে বলে ?

BOD কীভাবে পরীক্ষা করা হয় ?

Thumbnail

BOD বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা জৈবনিক অক্সিজেন চাহিদা  কাকে বলে ?

কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট তাপমাত্রায় একক পরিমাণ জলে উপস্থিত জৈব উপাদান সমূহকে অনুজীব দ্বারা বিভাজিত / বিয়োজিত করার জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়, তাকে BOD (Biological Oxygen Demand/ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড) বা জৈবনিক অক্সিজেন চাহিদা বলা হয়।

BOD এর একক হল - mg/L (মিলিগ্রাম প্রতি লিটার) (অর্থাৎ প্রতি 1 লিটারে জলে মিলিগ্রাম এককে অক্সিজেন এর চাহিদা)

BOD হল জলের গুণমান নির্দেশক। অর্থাৎ BOD এর দ্বারা জলের গুণমান বোঝা যায়। যেই জলে যত পরিমাণে দূষিত জৈব পদার্থ থাকে সেই জলের BOD এর পরিমাণ তত বেশি হয়।

কোনো জলাশয়ের জলের BOD পরীক্ষা করা হয় 'BOD 5 test' এর সাহায্যে।

বি.দ্র. - (BOD 5 পরীক্ষার জন্য প্রায় পাঁচ দিন সময় লাগে।)

BOD কিভাবে বৃদ্ধি পায়:-

    বিভিন্ন প্রকার শিল্পের উপজাত দ্রব্য ও গৃহস্থালি থেকে উদ্ভূত উপজাত বস্তুতে প্রচুর পরিমাণ জৈব পদার্থ থাকে যা বিভিন্ন উপায়ে জলে মেশে। এর জন্য জলে নানা রকমের অনুজীব এবং উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায়, ফলতঃ জলে দূষণ সৃষ্টি হয় এবং জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ হ্রাস পায়। এজন্য, জলে বসবাসকারী প্রাণীদের শ্বাসকার্য চালাতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব ঘটে এবং জলাশয়ের BOD বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বৃদ্ধি পায়।

Post a Comment

0 Comments