পরম সুখ কাকে বলে জানেন - বক্তা কে ? প্রসঙ্গ উল্লেখ করো

 কথাসাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্প থেকে উদ্ধৃত এই লাইনের বক্তা বিরাগীবেশী হরিদা।


জগদীশ বাবুর বাড়িতে এত চন্দ্রালোকিত সন্ধ্যায় বিরাগীর বেশে হরিদা জবর খেলা দেখাতে গিয়েছিলেন। বিভিন্ন কথোপকথনের পর হরিদা  জগদীশবাবুকে জিজ্ঞাসা করেন, 'পরম সুখ কাকে বলে জানেন?'


হরিদা এরপর নিজেই এর উত্তর দেন, সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হওয়াকে পরম সুখ বলে।


Post a Comment

0 Comments