বয়েলের সূত্রটি বিবৃত করো | বয়েলের সূত্রের ব্যাখ্যা | বয়েলের সূত্রের গাণিতিক রূপ

 বয়েলের সূত্রটি বিবৃত করো

বয়েলের সুত্রের বিবৃতি

স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির ওপর প্রযুক্ত চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।

বয়েলের সূত্রের ব্যাখ্যা

ধরি স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন = V এবং গ্যাসটির ওপর প্রযুক্ত চাপ = P হলে বয়েলের সূত্র অনুযায়ী,

        P ∝ 1 / V

or,    P = K / V [K =সমানুপাতিক ধ্রুবক]
or,    PV = K

বয়েলের সূত্রটি বিবৃত করো, বয়েলের সূত্রের ব্যাখ্যা, বয়েলের সূত্রের গাণিতিক রূপ


বয়েলের সূত্রের গাণিতিক রূপ

বয়েলের সূত্রানুযায়ী,
P ∝ 1 / V
or,    P = K / V [K =সমানুপাতিক ধ্রুবক]
or,    PV = K
PV = K এটিই বয়েলের সূত্রের গাণিতিক রূপ।

Post a Comment

0 Comments