কমনওয়েলথ গেমস ২০২২ ভারতের পদক তালিকা | কমনওয়েলথ গেমস ২০২২

শেষ হল কমনওয়েলথ গেম ২০২২। ২০১৮এর মত অত ভালো না হলেও এবার কমনওয়েলথের ভারতের পক্ষে যথেষ্ট ভালো ছিল।

কমনওয়েলথ গেম ২০২২ এ সবচেয়ে বেশি সংখ্যক পদক পেয়েছে অস্ট্রেলিয়া। মোট স্বর্ণপদক প্রাপকদের সংখ্যাতেও তারাই সবচেয়ে এগিয়ে (৬৭)।

এরপর এই তালিকায় নাম আছে ইংল্যান্ড এবং কানাডার। তারা এই দুই দেশের ঝুলিতে স্বর্ণপদক-এর সংখ্যা যথাক্রমে ৫৭ এবং ২৬।
কমনওয়েলথ গেমস ২০২২

তালিকায় ঠিক পরের নাম ভারতের। কমনওয়েলথ গেম ২০২২ ভারত শেষ করল চতুর্থ স্থানে।

কমনওয়েলথ গেমস ২০২২ - ভারতের সংগৃহীত মেডেল সংখ্যা 

এবারের কমনওয়েলথ গেমস্-এ ভারতের সংগৃহীত মেডেলের সংখ্যা ৬১ টি। তার মধ্যে -
  • স্বর্ণপদক - ২২ টি
  • রৌপ্যপদক - ১৬ টি
  • ব্রোঞ্জ পদক - ২৩ টি

কমনওয়েলথ গেমস ২০২২ - ভারতের স্বর্ণপদকবিজয়ীর তালিকা

আসুন দেখে নেওয়া যাক কমনওয়েলথ গেম ২০২২ এ ভারতের স্বর্ণপদক বিজেতাদের নাম।

১. মিরাবাই চানু (Mirabai Chanu)

২. জেরিমি লালরেনুঙ্গা (Jeremy Lalrinnunga)
৩. অচিন্ত্য শিউলি (Achinta Sheuli‌0
৪. ভারতীয় মহিলা লন বলস্ - এর দল
৫. ভারতীয় পুরুষ টেনিস দল
৬. সুধীর (Sudhir)
৭. সাক্ষী মালিক (Sakshi Malik)
৮. দীপক পুনিয়া (Deepak Punia)
৯. ভিনেশ ফোগাট (Vinesh Phogat)
১০. নবীন (Naveen)
১১. ভাবিনা প্যাটেল (Bhavina Patel)
১২. রবি কুমার দাহিয়া (Ravi Kumar Dahiya)
১৩. নিতু ঘঙ্ঘাস (Nitu Ghanghas)
১৪. অমিত পাঙ্ঘাল (Amit Panghal)
১৫. এলদোস পল (Eldhose Paul)
১৬. নিখাত জারিন (Nikhar Zareen)
১৭. ভারতীয় পুরুষ মিক্সড টেবিল টেনিস দল
১৮. পি.ভি. সিন্ধু (P.V. Sindhu)
১৯. বজরং পুনিয়া (Bajrang Punia)
২০. লক্ষ্য সেন (Lakshya Sen)
২১. শারথ কামাল (Sharath Kamal)
২২. ভারতীয় পুরুষ ডবল ব্যাডমিন্টন দল

Post a Comment

0 Comments