এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন - কোন বইটার কথা বলা হয়েছে? সেটি হাতে পেয়ে তপন কী দেখতে পেয়েছিল ?

 উত্তর:

উদ্দিষ্ট বই:

সন্ধ্যাতারা নামক এই নামী পত্রিকায় তপনের গল্প ছাপা হয়েছিল। বই বলতে এখানে ঐ পত্রিকার কথা বলা হয়েছে

বই হাতে পাওয়ার পর তপনের অভিজ্ঞতা:

প্রথমবার নিজের গল্প কোনো পত্রিকায় ছাপা হবে – এই খবর পেয়ে আলোচ্য ‘জ্ঞানচক্ষু’ গল্পের প্রধান চরিত্র তপন বেশ কৌতুহলী হয়ে ওঠে। আর সন্ধ্যাতারা নামক নামী পত্রিকায় গল্প ছাপা হবে এটা তার কাছে স্বপ্নের মতো ছিল। এই  তীব্র উত্তেজনা আর কৌতূহল নিয়ে তপন পত্রিকাটির পাতা ওলটায়। কিন্তু পরক্ষণেই নিজের গল্প পড়তে গিয়ে সে চমকে ওঠে। গল্পের প্রতিটি লাইন তার কাছে সম্পূর্ণ নতুন মনে হয়। তার হাতে লেখা গল্পের সঙ্গে ছাপার অক্ষরে লেখা গল্পের কোনো মিল সে খুঁজে পায় না। নিজের লেখা গল্পের মধ্যে সে আর নিজেকেই খুঁজে পায় না।

Post a Comment

0 Comments