কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে : 'Meursault, contre-enquête' বইয়ের বাংলা অনুবাদ পেল ২২ এর Romain Rolland Book Prize

 ফরাসি ভাষায় লেখা বইয়ের ভারতীয় ভাষায় অনুবাদের জন্য শ্রেষ্ঠ অনুবাদকে দেওয়া হয় Romain Rolland Book Prize।

২০১৭ সালে প্রথমবারের জন্য এই পুরস্কার দেওয়া হয় এবং তার পর থেকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া দেওয়া হয়ে আসছে। এবছর Meursault, contre-enquête নামক ফরাসি উপন্যাসের বাংলা অনুবাদের জন্য পঞ্চম Romain Rolland Book Prize পুরস্কার পেলেন বাঙালি লেখক ত্রিনাঞ্জন চক্রবর্তী।

কারেন্ট অ্যাফেয়ার্স ১০ মে

বাছায় করা অন্যান্য বই যেমন - ‘Persepolis’নামক ফরাসি বইয়ের হিন্দি অনুবাদ কে হারিয়ে পুরস্কৃত হল Romain Rolland Book Prize এর বাংলা অনুবাদ ম্যরসো বিরুদ্ধ-সাক্ষ।


গত ৭ ই মে ২০২২ তারিখে দিল্লির বিকানের গৃহতে French LitFest 2022 নামক অনুষ্ঠানে  অনুবাদক ত্রিনাঞ্জন চক্রবর্তীকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

আমাদের ওয়েবসাইট এর এই বিভাগে আমরা নিয়মিত পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলি প্রকাশ করে থাকি। ছাত্র-ছাত্রীরা যারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তারা তিন বিভাগে প্রকাশিত নিবন্ধগুলি থেকে আরও বেশি জ্ঞান আরোহণ করতে পারবে এমনই আমাদের আশা।

Post a Comment

0 Comments