একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ | জেনে নিন এই নিয়ম

একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করল
প্রতীকী চিত্র | চিত্রগ্রাহকের নাম Ben Mullins

    গত ২০.০৭.২১ তারিখে প্রকাশিত হয়েছে এ বছরের (২০২০-২১) এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। সবাইকে অবাক করে দিয়ে এই প্রথম ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হল। এবছর, ১৩ লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৯০ শতাংশ ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে।

অর্থাৎ সবমিলিয়ে, মাধ্যমিক পরীক্ষায় এবার নম্বরের ছড়াছড়ি। শিক্ষাবিদদের মতে, এই ব্যাপক নম্বর পাওয়ার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে ইতিমধ্যেই সংশয় শুরু হয়েছে।

তাই, একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গত ২০.০৭.২১ তারিখে নতুন বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। 

সংসদের এর নতুন বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, ২০২১ সালে একাদশ শ্রেণীতে নিম্নলিখিত বিষয়গুলিকে নিয়ে পড়তে হলে প্রত্যেক ছাত্রছাত্রীকে কমপক্ষে ৪৫% নম্বর বিগত মাধ্যমিক পরীক্ষা বা তার সমতুল্য যেকোনো পরীক্ষাতে অর্জন করতেই  হবে।

বলা বাহুল্য, নিম্নিখিত বিষয়গুলির প্রায় প্রত্যেকটিই বিজ্ঞান বিভাগের অন্তর্গত।

বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়গুলি হল -

১। অঙ্ক(Math) অথবা পরিসংখ্যানবিদ্যা (Statistics)

২। জীববিজ্ঞান (Biological Science)

৩। পদার্থবিদ্যা (Physics) বা রসায়ন (Chemistry)

৪। ভূগোল (Geography)

৫। কম্পিউটার সায়েন্স (Computer Science)

Post a Comment

0 Comments