আজ ২৫ শে নভেম্বর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন সিলেবাসের ঘোষণা করল। করোনা আবহে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ থাকায় এমনিতেই শিক্ষার্থীরা পড়াশুনায় বেশ পিছিয়ে গিয়েছে। অনলাইন ক্লাস একমাত্র ভরসা হলেও গ্রামাঞ্চলে যেখানে ইন্টারনেটের তেমন সুবিধা নেই সেখানকার ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাস থেকে বঞ্চিত হয়েছে।
বিগত বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন সূত্র থেকে শোনা যাচ্ছিল মাধ্যমিকের সিলেবাসে কিছু পরিবর্তন করা হবে। আজ বিকালে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সিলেবাস কমানোর বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তাঁর ঘোষণাতে তিনি বলেন, মাধ্যমিকের পাঠ্যসূচি প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ কমানো হবে। সেইমতো আজ সন্ধ্যায় মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নতুন পাঠ্যসূচি ঘোষণা করা হল। তবে এ বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন বা শিক্ষাবিদদের এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নতুন পাঠ্যসূচি ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন।
0 Comments